নবদ্বীপ: অবৈধভাবে পুকুর ভরাট সহ একাধিক দাবিতে প্রাণগোপাল নগর থেকে বাবলারি অঞ্চলজুড়ে সাইকেল মিছিল DYFI নবদ্বীপ লোকাল কমিটির
Nabadwip, Nadia | Oct 25, 2025 শনিবার বিকেলে বাবলারি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে অবৈধভাবে পুকুর ভরাট সহ বিভিন্ন দাবিতে কর্মীদের নিয়ে সাইকেল মিছিলের আয়োজন করে DYFI নবদ্বীপ লোকাল কমিটি,অবৈধভাবে পুকুর ভরাট ছাড়াও এই অঞ্চলে বসবাসকারী সমস্ত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ অন্যান্য দাবিতে এদিনের মিছিলে ছিলেন DYFI সংগঠনের জেলা কমিটির সম্পাদক রুদ্র প্রসাদ মুখার্জী, নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক ও সভাপতি যথাক্রমে প্রীতম মজুমদার,অভিজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।