আড়শা: কান্টাডি হাই স্কুলে দুর্গাপূজা ছুটিতে আদিবাসী দুস্থ ছাত্র ছাত্রীদের কোচিং সেন্টার আজ শেষ দিন
Arsha, Purulia | Oct 22, 2025 সনত তারাস ক্লাবের পরিচালনায় আড়শা ব্লকের কান্টাডি হাই স্কুলে দুর্গাপূজা ছুটিতে আদিবাসী দুস্থ ছাত্র ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অবৈতনিক কোচিং ক্লাসের আজ বুধবার শেষ দিন। আড়ষা, বলরামপুর, বরাবাজার ব্লক এলাকা মিলিয়ে প্রায় 250 ছাত্র ছাত্রী এই অবৈতনিক কোচিং ক্যাম্প এ অংশগ্রহণ করেছিল। ডঃজলধর কর্ম কার ছাড়াও অন্যান্য শিক্ষক ও অধ্যাপকরা ছিলেন।