গঙ্গারামপুর: এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তপন থানার করাকান্ত এলাকায়, দেহ ময়লা তদন্তে পাঠানো গঙ্গারামপুর থানা
এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তপন থানার করাকান্ত এলাকায়।সোমবার দুপুর দুটো নাগাদ গঙ্গারামপুর হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠালো, গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তপন থানার করাকান্ত এলাকার গৃহবধূ মীরা কোলে। স্বামীর নাম সুনীল সরেন। বিগত এক বছর ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন গৃহবধূ মীরা কোলে। সোমবার ভোর নাগাদ ঘুমের ঘোরেই অসুস্থ হয়ে পড়ে মীরা কোলে।