বলাগড়: ৩২ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ, বলাগড় থানায় সাংবাদিক বৈঠকে জানালেন জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ক্রাইম
খামারগাছি থেকে ৩২ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। বলাগড় থানায় সাংবাদিক বৈঠকে জানাবেন হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ক্রাইম। আজ শুক্রবার বৈকাল পাঁচটা নাগাদ বলাগর থানাতে এক সাংবাদিক বৈঠক করে হুগলি জেলা পুলিশ গ্রামীনে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। তিনি বলেন গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে বলাগর থানার পুলিশ বলাগরের খামারগাছির বানেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে ঘটনায়,,