মুরারই ২: পাইকর ইলেকট্রিক অফিসে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাবা বিশ্বকর্মা ঠাকুরের বিশেষ পুজোপাঠ করা হল
আজ 17 সেপ্টেম্বর বুধবার আনুমানিক বেলার দিক থেকে আনুমানিক দুপুরে দিক পর্যন্ত। বীরভূম জেলার মুরারই ২ নম্বর ব্লকের অন্তগত পাইকর ইলেকট্রিক অফিসে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাবা বিশ্বকর্মা ঠাকুরের বিশেষ পুজোপাঠ করা হয়েছে।উপস্থিত ছিলেন পাইকর ইলেকট্রিক অফিসের আধিকারিকরা,ও কর্মচারীবৃন্দ রা।সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।