বরজোড়া: মশা তাড়ানোর ধূপের আগুনে ভস্মীভূত হয়ে গেল কাচ্ছালা গ্রামে আশীষ দণ্ডপাট বাড়ি, নিজেই ঘটনার বিবরণ দিলেন
বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের কাঁচ্ছালা গ্রামে মশার হাত থেকে বাঁচতে ধূপ জ্বালিয়ে ছিল ঘরের ভেতরের সেখান থেকেই কোন ভাবে অসর্তক অবস্থায় গোটা বাড়িতে আগুন লেগে যায়। গোটা বাড়ি ভস্মীভূত হয়ে গেছে । দমকলেরএকটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায় । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার বিবরণ দিলেন আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া বাড়ির মালিক।