নাকাশিপাড়া: সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দেড় শত বর্ষপূর্তি উদযাপনে '"একতা পদযাত্রা '" "মেরা যুবা ভারত নদীয়া"র উদ্যোগে আয়োজন
আজ বুধবার (১৯/১১/২০২৫) নাকাশীপাড়া যুগপুর স্কুল মাঠ মোড় থেকে NH 12 রাস্তা ধরে বেথুয়া ডহরি স্ট্যাচুর মোড় পার করে গান্ধী মোড় পর্যন্ত সরদার বল্লভ ভাই প্যাটেলের দেড় শত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে '"একতা পদযাত্রা '" "মেরা যুবা ভারত নদীয়া" উদ্যোগে আয়োজন করা হয়েছে।* *ভারতীয় জনতা পার্টি নাকাশীপাড়া মন্ডল-১ এর অন্তর্গত সমস্ত কর্মীবৃন্দ,সমস্ত বুথ সভাপতি গন, শক্তি প্রমূখ গন,মন্ডলের ৬১ জন কমিটির সকল সদস্য সদস্যাগণ, সমস্ত স্তরের জনপ্রতিনিধিগণ।