গড়বেতা ৩: গড়বেতা ৩ ব্লকের রসকুণ্ডু মোড়ে কালী পুজো দেখতে ব্যাপক ভীড় মন্দিরে
গরবেতায় আয়োজিত কালীপুজোয় ব্যাপক ভিড় রাত্রিবেলা। গরবেতা তিন নম্বর ব্লকের অন্তর্গত রসকুণ্ডু মোড় এলাকায় আয়োজিত হয়েছে কালীপুজো। আজ সোমবার রাত্রি প্রায় বারোটা নাগাদ আয়োজিত হয় পুজো, সেই পুজো দেখতেই ব্যাপক মানুষ জমায়েত হন মন্দিরের সামনে।