লালগোলা: পীরতলা স্টেশন উন্নয়নের দাবিতে রিলে অনশন, রেল অবরোধের হুঁশিয়ারি দুপুর ৩:৩০ পর্যন্ত চলে
পীরতলা, বুধবার (২৯ অক্টোবর): পীরতলা স্টেশনকে হল্ট স্টেশন থেকে ফ্ল্যাগ স্টেশনে উন্নীত করার দাবিসহ মোট পাঁচ দফা দাবিতে আজ থেকে দুই দিনব্যাপী রিলে অনশন কর্মসূচি শুরু করল পীরতলা হল্ট স্টেশন উন্নয়ন কমিটি। অনশন মঞ্চে উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, রেল যাত্রী সংগঠনের সদস্যরা ও স্থানীয় নিত্যযাত্রীরা। অনশনকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্টেশন সংক্রান্ত নানা সমস্যা নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হলেও স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি