ঝালদা ১: মাটির বাড়ি ভেঙে বিপত্তি, সর্বহারা ঝালদা এলাকার একজন কৃষক, চাপা পড়ে মৃত্যু ৬ টি পালিত ছাগল ও ১ টি গরু
মাটির বাড়ি ভেঙে বিপত্তি, সর্বহারা ঝালদা এলাকার একজন কৃষক, চাপা পড়ে মৃত্যু ৬ টি পালিত ছাগল ও ১ টি গরু. ঘটনাটি ঝালদা থানা এলাকার দড়দা গ্রামের ভগীরথ মাহাতোর বাড়ির। বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ তিনি জানান ভোর রাতে বৃষ্টিতে হঠাৎ একটি মাটির বাড়ি ভেঙে যায়। এতে চাপা পড়ে দুঃখজনক ভাবে ছয়টি পালিত ছাগল ও একটি গরু মারা যায়। সাথে আরো ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। গ্রামের মানুষজন জানান অত্যন্ত দরিদ্র ভগীরথ বাবু এমন ক্ষতির মুখোমুখি হয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। তার পর