জয়পুর ব্লকের বটটাঁড় গুঞ্জা বুথে ভোটার তালিকার এসআই আর সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশে আজ মঙ্গলবার থেকে শুরু হল। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তার ফর্ম তুলে দেচ্ছে ব্লক প্রশাসনের বিএলও। এলাকার মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অর্জন মাহাতো।