শক্তিগড় গাংপুর মধ্যবর্তী ১৯নং জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। মৃত্যুটা হলেন অনুভব মন্ডল (২৭) শহর বর্ধমানের নতুনগঞ্জ দিঘিরপুল এলাকায় তার বাড়ি। অপরজন হলেন রিকি সাউ(২১) আনজির বাগান মাটিরবাগে তার বাড়ি। জানা গেছে গতকাল রাত্রি দশটানাগাদ তারা শক্তিগড় থেকে বাড়িফেরার পথে গাংপুর ঢোকার আগেই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলায় মৃত্যু হয় অনুভবের ও গুরুত্বর জখম অবস্থায় রিকি সাউকে উদ্ধার করে পুলিশ Bmch এ নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন