দেশপ্রাণ: ধানঘরা মিলন সংঘের দুর্গোৎসবে আজ মন্ডপ সজ্জা,প্রতিমা দর্শন,এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে আজ উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি
মহাষ্টমীর পূর্ণ তিথিতে পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধানঘরা মিলন সংঘের আয়োজনে সার্ববজনীন দুর্গোৎসব উপলক্ষে মন্ডপ সজ্জা,প্রতিমা দর্শন,এবং আগত দর্শনার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করতে আজ উপস্থিত বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি,পীযূষ কান্তি পাণ্ডা সহ-সভাপতি পটাশপুর ১ পঞ্চায়েত সমিতি, বিভাষ চন্দ্র বেজ সদস্য ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত, অশোক কুমার জানা সদস্য ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত, উজ্জল প্রধান সদস্য ভাজাচাউলী গ্রাম