গলসি ১: পারাজে উল্টে গেল ধানবোঝাই ট্রাক্টর বেহাল রাস্তায় সারাইয়ের দাবি স্থানীয়দের
পারাজে উল্টে গেল ধানবোঝাই ট্রাক্টর বেহাল রাস্তায় সারাইয়ের দাবি স্থানীয়দের।বুধবার দুপুর দুটোয় গলসির পারাজ রেলগেট যাওয়ার রাস্তার উল্টে গেলো একটি ধান বোঝাই ট্রাক্টর। প্রতক্ষ্যদর্শীরা জানান, রাস্তার বেহাল দশার জেরেই ট্রাক্টরটটি উল্টে যায় এবং বরাতজোরে প্রাণে বেঁচে যায় ওই ট্রাক্টরের চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ।