ফালাকাটা: ফালাকাটার এথেলবাড়িতে দোকানের সামনে চিতাবাঘের ভিডিও দেখে বুধবার আতঙ্ক ছড়াল
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের এথেলবাড়ি চৌপথির কাছে খগেনহাট রোডে ঘেঁষা একটি দোকানের সামনে চিতাবাঘ ঘোরাঘুরি করার ভিডিও দেখে আতঙ্ক ছড়াল বুধবার। মঙ্গলবার রাত ১২ টা নাগাদ চিতাবাঘটি দোকানের সামনে ঘোরাঘুরি করছিল। চিতাবাঘের গতিবিধি দোকানের সামনে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বুধবার ওই ভিডিও ভাইরাল হতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। এর আগেও এথেলবাড়িতে চিতাবাঘ দেখা গিয়েছিল। পুজোর সময় ফের চিতাবাঘের আগমনে দুশ্চিন্তায় স্থানীয়রা। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, এল