খানাকুল ১: বীরভূমের আদিবাসী কন্যার নিশংস হত্যার প্রতিবাদে মিছিল ও গোঘাট থানায় ডেপুটেশন আদিবাসী সম্প্রদায়ের মানুষের
বীরভূমের আদিবাসী কন্যার নিশংস হত্যা ও রাজ্য জুড়ে আদিবাসী মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিল ও থানায় ডেপুটেশন কর্মসূচি করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।ভারত যাকাত মাঝি পরগানা গোঘাট মহলে পক্ষ থেকে বৃহস্পতিবার প্রথমে গোঘাটের রেজিস্ট্রি অফিস থেকে বকুলতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়।পরে গোঘাট থানায় ডেপুটেশন দেয়।অস্ত্র নিয়ে মিছিলে যোগদেন মহিলা সহ পুরুষেরা।