ভগবানপুর ১: ভগবানপুর-১ব্লকের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের পরিদর্শনে আজ উপস্থিত DM
পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল আজ ভগবানপুর -১ ব্লক পরিদর্শন করেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করে জেলা পরিষদের সদস্য রবিন চন্দ্র মন্ডল। জেলা শাসক ভগবানপুর-১ব্লকের ঐতিহাসিক কাজলাগড় পরিদর্শন করেন এবং বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন