পুরুলিয়া ২: পুরুলিয়া : পুরুলিয়া শহরের রেনীরোড দেবীমেলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের মণ্ডপ সজ্জ্যা নারীশক্তি। সাম্প্রতিককালে
পুরুলিয়া শহরের রেনীরোড দেবীমেলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের মণ্ডপ সজ্জ্যা নারীশক্তি। সাম্প্রতিককালে রাজ্য তথা দেশজুড়ে নারী নির্যাতনের করুন দশা তুলে ধরা হয়েছে এই মণ্ডপে । নারী নির্যাতন রোধে নানান বার্তা দেওয়া হয়েছে এই মণ্ডপে ।