ফালাকাটা: ফালাকাটা আলিপুরদুয়ার রোডে সনজয় ও গিরিয়া নদীর ডাইভারশন ভাঙায় রবিবার ভোগান্তিতে পড়লেন এসএসসি পরীক্ষার্থীরা
শনিবার রাতের বৃষ্টিতে ভেঙে যায় ফালাকাটার পলাশবাড়ির সনজয় নদী এবং মেজবিল সংলগ্ন গিরিয়া নদীর ডাইভারশনগুলি। রবিবার সকাল থেকেই ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কে সব রকমের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন ফালাকাটা সহ বিভিন্ন এলাকার অনেকেই এসএসসি পরীক্ষা দিতে গিয়ে সমস্যায় পড়েন। ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থীদের অনেকটা ঘুরপথে ঘোকসাডাঙ্গা,পুন্ডিবাড়ি হয়ে আলিপুরদুয়ারে যেতে হয়। ফালাকাটা-আলিপুরদুয়ারের রাস্তায় তৈরি হচ্ছে চার লেনের মহাসড়ক। এজন্য নদীগুলিতে চলছে প