ক্যানিং বাজারে নিকাশিনালা তৈরির কাজ শুরু হয়েছে। ক্যানিং ১ ব্লক প্রশাসণের উদ্যোগে এই কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এদিন সন্ধ্যা সাতটা থেকে কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই ক্যানিং বাজারের নিকাশিনালা কার্যত সংস্কারের অভাবে বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে আশপাশের জল এই নিকাশিনালা দিয়ে বের হতে না পেরে এলাকায় জল জমার সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে প্রশাসন। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় এই নিকাশিনালা তৈরির কাজ শুরু হয়েছে।