শনিবার রাত আটটা নাগাদ বাদুড়িয়ার যদুরহাটি এলাকার ঘটনা ।বাদুড়িয়া বেড়াচাঁপা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । বহুক্ষণ পরে পুলিশ আসে ঘটনাস্থলে । বাদুড়িয়া বেড়াচাঁপা রোড এর যদুরহাটি এলাকায় একটি গাড়ির সাথে একটি হনুমান ও হনুমানের বাচ্চার আঘাত লাগে। ঘটনাস্থলেই হনুমানের বাচ্চাটি মারা যায় এবং মা হনুমানটি আহত হয়। দীর্ঘক্ষণ পড়ে থাকে রাস্তার উপর । এলাকার মানুষ খবর দেয় বাদুড়িয়া থানায় এবং বনদপ্তরকে । কিন্তু বনদপ্তর ৪ ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে