বাদুড়িয়া: বাদুড়িয়ার যদুরহাটি এলাকায় দুর্ঘটনায় জখম হনুমান রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদেরশনিবার রাত আটটা নাগাদ বাদুড়িয়া
শনিবার রাত আটটা নাগাদ বাদুড়িয়ার যদুরহাটি এলাকার ঘটনা ।বাদুড়িয়া বেড়াচাঁপা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । বহুক্ষণ পরে পুলিশ আসে ঘটনাস্থলে । বাদুড়িয়া বেড়াচাঁপা রোড এর যদুরহাটি এলাকায় একটি গাড়ির সাথে একটি হনুমান ও হনুমানের বাচ্চার আঘাত লাগে। ঘটনাস্থলেই হনুমানের বাচ্চাটি মারা যায় এবং মা হনুমানটি আহত হয়। দীর্ঘক্ষণ পড়ে থাকে রাস্তার উপর । এলাকার মানুষ খবর দেয় বাদুড়িয়া থানায় এবং বনদপ্তরকে । কিন্তু বনদপ্তর ৪ ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে