সোনামুড়া: ১৫ লক্ষ ৩০ হাজার গাঁজা সহ গ্রেপ্তার নেশা কারবারি, ঘটনা বাতাধুলা এলাকায়
গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাত ১ঃ৩০ মিনিটে সোনামুড়া থানার পুলিশ,৮১ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ,১১ নম্বর ব্যাটেলিয়ান টিএসআর মিলে বাতাধুলা এলাকায় বক্সনগর সোনামুড়া মেইন রোডের পাশে এমবুস করে ১ জন ড্রাগ প্যাডলারকে আটক করেছে এবং যুবকের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ১০২ কেজি শুকনো গাঁজা।