হবিবপুর: কালাজ্বরের প্রকোপ রোধে সচেতনতামূলক প্রচারাভিযান বুলবুলচন্ডী RN ROY হাসপাতালে
কালাজ্বরের প্রকোপ রোধে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করল মালদা জেলা স্বাস্থ্য দপ্তর। সোমবার সেই প্রচারের অংশ হিসেবে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে অনুষ্ঠিত হয় বিশেষ কর্মসূচি।স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ম্যাজিক শো ও বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যমে সাধারণ মানুষকে কালাজ্বর সম্পর্কে সচেতন করা হয়। এদিনের অনুষ্ঠানে কালাজ্বর কী, কীভাবে বেলে মাছির মাধ্যমে এই রোগ ছড়ায়, এবং এর প্রতিরোধের উপায়—এই সব বিষয়ে বিস্তারিতভাবে মানুষকে অবহিত করা হয়।