গঙ্গারামপুর: গঙ্গারামপুরে তরুণের আহ্বান ক্লাবের শ্যামা পূজোয় থিম— ‘মাটির টানে সজন প্রাণে’
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে শুরু হলো অন্যতম ঐতিহ্যবাহী শ্যামা পূজো উদ্যোক্তা ‘তরুণের আহ্বান’ ক্লাবের পূজো প্রস্তুতি। এবছর ৫৬ তম বর্ষে পা রাখছে এই পূজো। রাজ্যের মন্ত্রী তথা ক্লাবের সভাপতি বিপ্লব মিত্র এদিন খুঁটি পূজার মধ্য দিয়ে এবারের পূজোর থিমের উদ্বোধন করেন। এবছরের পূজোর থিম— ‘মাটির টানে সজন প্রাণে’। এই ভাবনাকে সামনে রেখে তৈরি হবে চমকপ্রদ প্যান্ডেল ও শিল্পসম্মত প্রতিমা। রবিবার দুপুর প্রায় একটা ত্রিশ নাগাদ ঢাকঢোলের তালে, পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চ