খাতড়া: কাজের বকেয়া টাকার দাবিতে খাতড়া সেচ দফতরের মূল কার্যালয় ঘেরাও করে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন ঠিকাদারেরা
Khatra, Bankura | Sep 22, 2025 সেচ দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজের বকেয়া টাকার দাবিতে সরব হলেন কংসাবতী সেচ প্রকল্পের ঠিকাদারেরা। সোমবার খাতড়ায় সেচ দফতরের মূল কার্যালয় ঘেরাও করে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন খাতড়া ঠিকাদার অ্যাসোসিয়েশনের সদস্যরা