রায়গঞ্জ: রায়গঞ্জে প্রকাশিত হতে চলেছে লোকদর্পণে উত্তর দিনাজপুর,সাংবাদিক বৈঠক করলেন বাউলতত্ত্ব সম্রাট তরণীসেন মহন্ত ও সোমনাথ সিং
উত্তর দিনাজপুরের আঞ্চলিক ইতিহাসবিদ সোমনাথ সিং ও বাউলতত্ত্ব সম্রাট তরণীসেন মহন্তের যৌথ উদ্যোগে প্রকাশিত হতে চলেছে ‘লোকদর্পণে উত্তর দিনাজপুর’ গ্রন্থ। বুধবার সুভাষগঞ্জে সাংবাদিক বৈঠকে তরণীসেন মহন্ত জানান, আসন্ন রবিবার, ২১ সেপ্টেম্বর মহালয়ার পূর্ণলগ্নে রায়গঞ্জের বাণিজ্য ভবনে হবে বইটির মোড়ক উন্মোচন। বর্ণাশ্রম প্রকাশনীর প্রকাশিত এই গ্রন্থে জেলার লোকসংস্কৃতি ও শিল্পীদের জীবনকথা ক্ষেত্রসমীক্ষার মাধ্যমে স্থান পেয়েছে।