পটাশপুর ২: তারাপীঠে পুজো দিতে গিয়ে সস্ত্রীক ভয়ংকর পথ দুর্ঘটনা কবলে হলদিয়ার তৃণমূল নেতা,মৃতদেহ ফিরে আসতেই ফুল দিয়ে শেষ শ্রদ্ধা
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য ছিলেন তৃণমূল নেতা সুদীপ্ত ভক্তা,আজ ভরে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে গাড়ি করে তারাপীঠে যাচ্ছিলেন সিঙ্গুরের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে সজরে ধাক্কা মারে তাদের গাড়িটি দুর্ঘটনায় মৃত্যু হয় সুদীপ্ত.তার স্ত্রী ও গাড়ি চালক আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হসপিটালে ভর্তি.সুদীপ্তর মৃতদেহ হলদিয়াতে পৌঁছাতে তৃণমূলের পক্ষ থেকে দলীয় পতাকা ও ফুল দিয়ে স্রে শ্রদ্ধা জানানো হয়.