আউশগ্রাম ২: জঙ্গল থেকে একব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল আউশগ্রামের বনপাড়া এলাকায়, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
জঙ্গল থেকে একব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল আউশগ্রামের বনপাড়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ ময়নাতদন্তের পর দেহ বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম নাজির হোসেন মল্লিক(৩৮)। তার বাড়ি আউশগ্রামের গেঁড়াইয়ে।