মিনাখাঁ: জয় গ্রামের কাছে পথ দুর্ঘটনায় আহত হল এক মোটর বাইক চালক
জয় গ্রামের কাছে শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ পথ দুর্ঘটনায় আহত হল এক মোটর বাইক চালক কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখাঁর জয়গ্রাম এর কাছে শনিবার সন্ধ্যা বেলা পথদুর্ঘটনায় আহত হল সুকোমল মণ্ডল নামে এক মোটর বাইক চালক। স্থানীয় সূত্র জানা যায় এদিন ওই মোটর বাইক চালক উচ্চ গতিতে মোটরবাইক চালিয়ে মালঞ্চের দিক থেকে মিনাখার দিকে আসছিল। জয় গ্রামের কাছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় ওই মোটর বাইক চা