বাগনান ১: বাগনানে বাস্তকার কার্যালয়ে বিক্ষোভ বকেয়া টাকা দাবিতে ঠিকাদারদের
জল জীবন প্রকল্পে বকেয়া টাকা না পেয়ে আন্দোলনে নামলেন ঠিকাদাররা। বৃহস্পতিবার আনুমানিক তিনটে নাগাদ হাওড়ার বাগনানে বাস্তকার কার্যালয় অবস্থান বিক্ষোভ দেখালেন দেড়শ জন ঠিকাদার তাদের দাবি সারা রাজ্যে প্রায় ৩০০ কোটি টাকা বকেয়া পড়ে আছে অবিলম্বে এই টাকা না পেলে সারা রাজ্যে জল সরবরাহ বন্ধ হয়ে করে দেওয়া হবে বলে জানালেন ঠিকাদাররা