তুফানগঞ্জ ১: প্রেমের সম্পর্কের অবনতি, সন্তোষপুর এলাকায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা তরুনের, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে
ঘটনাটি শনিবার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তরুণের নাম জগদীশ বর্মন। জানা যায় ওই তরুণের সাথে এক যুবতীর প্রেমের সম্পর্ক রয়েছে প্রায় আড়াই বছর ধরে। বর্তমানে ওই যুবতী সম্পর্ক রাখতে চাচ্ছেন না। কথাও বলছেন না এবং ফোন করলেও ফোন ধরছেনা। ঘটনায় মানসিকভাবে ভেঙ্গে পড়ে ওই তরুণ এবং বিষ পান করে।