বর্ধমান ১: শহর বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজোর থিম ভাবনা ও মণ্ডপ নিয়ে দু এক কথা বললেন পূজা কমিটির সদস্যরা পলাশ বাবু
পূর্ব বর্ধমান জেলার অন্যতম বড় পুজো বুড়ির মধ্যে শহর বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি দুর্গা পুজো অন্যতম। বৃহস্পতিবার আলমগঞ্জ বারোয়ারি দূর্গা পুজো কমিটির সদস্য পলাশ বাবু জানিয়েছেন এ বছর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন ভারতবর্ষের নামকরা কিছু গুণী শিল্পীগণ। এ বছর তাদের থিম ভাবনা রয়েছে মায়াজাল থিম শিল্পী গৌরাঙ্গ কুইলা জানিয়েছেন মন্ডপের আলাদা আকর্ষণ থাকবে। সাধারণত মানুষের ব্যবহৃত কিছু ধরনের ফিতে দিয়ে যে একটা মণ্ডপ নির্মিত হতে পারে সেটা দেখবে