আলিপুরদুয়ার ১: একাদশীর সকাল থেকেই দেবী দুর্গার অন্য রূপে পূজা শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলা শহর সংলগ্ন এলাকায়
দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গের গ্রাম বাংলায় ফের বোধনের সুর।আলিপুরদুয়ার জেলা শহর সংলগ্ন এলাকায় ভান্ডানি পুজো উপলক্ষে মেলা বসেছে এমনটাও জানা গেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ। শুক্রবার একদশীর সকাল থেকেই উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত গ্রামগুলোতে শুরু হয়েছে মা ভান্ডানী রূপে দেবীর আরাধনা। ডুয়ার্সের আলিপুরদুয়ারের পূর্ব ভোলারডাবড়ী, বাইরাগুড়ি সহ ডুয়ার্সের বেশ কিছু এলাকায় দুর্গা পুজিত হয় মা ভান্ডানী রুপে।