কালচিনি: হাসিমারা পেট্রলপাম্প কালি মন্দির ৬৩ বছর পুরাতন এই কালি মন্দির, মন্দিরে কালি পুজোর প্রস্তুতি জোরকদমে
কালচিনি ব্লকের হাসিমারা পেট্রলপাম্প কালি মন্দির ৬৩ বছর পুরাতন এই কালি মন্দির। বর্তমানে মন্দিরে কালি পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। আশেপাশে এলাকার বাসিন্দারা ও জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দের সমাগম হয় এই কালি মন্দিরে বলে সোমবার দুপুর ২ টা নাগাদ জানালেন পুজো কমিটির সদস্যরা। বর্তমানে এলাকার মহিলারা এই কালিপুজোর দায়িত্বে আছে। মহিলাদের দ্বারা পরিচালিত এই কালিপুজো।