দাসপুর ১: ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুরের বেলতলায় পথ দুর্ঘটনা,আহত ১
ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বেলতলায় দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা আর এক লরির। আহত ১। জানা যাচ্ছে সোমবার সকাল প্রায় ৮টা নাগাদ ওই ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুরের বেলতলায় ঘাটাল মুখী এক লরি দাঁড়িয়ে ছিল। পাঁশকুড়ার দিক থেকে এক লরি দ্রুত গতিতে এসে ওই দাঁড়িয়ে থাকা লরির ডান দিকে ধাক্কা দেয়। ঘটনায় দুই লরিই ক্ষতিগ্রস্ত। এক লরির চালককে উদ্ধার করে পাঠানো হয় চিকিৎসার জন্য।