সাঁতুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপির সেবা সপ্তাহে সাঁতুড়ির মুরাড্ডি হাসপাতালের রোগীদের ফল বিতরণ করা হল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির তরফে সেবা সপ্তাহ কর্মসূচি পালন করা হচ্ছে।সেই পরিপ্রেক্ষিতেই বুধবার সন্ধ্যায় রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত সাঁতুড়ি মন্ডল 3এর পক্ষ থেকে সাঁতুড়ির মুরাড্ডি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ফল বিতরণ করা হল।উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি মানিক মন্ডল, গৌরী বাউরি,সঞ্জীব বাউরি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।