কোচবিহার ১: রাজ ঐতিহ্য মানে শুরু হল বড় তারার পুজো
কোচবিহারের বড় তারা মায়ের পুজো প্রায় ২০০ বছরের পুরনো। কোচবিহারের মহারাজা, হরেন্দ্র নারায়ন ভোগ বাহাদুর এই পুজোর প্রচলন করেন। প্রথমেই পূজো হতো কোচবিহারের রাজবাড়িতে পরবর্তীতে ১৮৯০ সালে মদনমোহন মন্দির তৈরি হলে সেখানেই এই পুজো হয়। মদনমোহন মন্দিরের ডানপাশে বড় কাঠামিয়া মন্দিরে বড় তারা মায়ের পূজা হয়। আজও রাজা আমলের প্রথা মেনে প্রকর পরিবারের লোকজন তৈরি করেন বড় তারা মায়ের মূর্তি।