মুর্শিদাবাদের জাফরাবাদের জোড়া খুনের মামলায় বড় রায়। হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে খুনের ঘটনায় ১৩ জন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের। পাশাপাশি মৃতের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই রায়ে সন্তুষ্ট নয় পরিবার—তাঁদের দাবি, অপরাধীদের ফাঁসির সাজা হোক। আদালতের রায় ঘিরে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল।