তুফানগঞ্জ ১: চিলাখানা বাজার TMC দলীয় কার্যালয়ে BJP র প্রাক্তন শক্তি প্রমুখ ও বর্তমান ৩ নং মন্ডলের সদস্য সহ পাঁচজন কর্মী TMC যোগ দিল
শনিবার রাতে চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের চিলাখানা বাজার তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি টি অনুষ্ঠিত হয়। আগতো বিজেপি কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশতন্ত্রী। এছাড়াও ছিলেন অঞ্চল কমিটির সভাপতি ইমদাদুল হক সহ অন্যান্যরা। বিজেপিতে থেকে কোন কাজ করতে পারছেন না এলাকায় তাই স্ব-ইচ্ছায় তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন তারা।