আলিপুরদুয়ার ১: বালাসিপাড়াতে ছুরি দিয়ে প্রতিবেশীদের আক্রমণ করার অভিযোগ পুলিশের হোমগার্ডের বিরুদ্ধে,মেয়েদের সায়া পরে গ্রামেও ঘুরছে সে
পুলিশের এক হোম গার্ডের বিরুদ্ধে ছুরি দিয়ে প্রতিবাদের উপর আক্রমণ করার অভিযোগ উঠলো।শনিবারের এই ঘটনা আলিপুরদুয়ার -১ ব্লকের পূর্ব কাঁঠাল বাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাসিপাড়াতে।এদিন প্রতিবেশীর বাড়ি থেকে ছুরি নিয়ে তাদের ভয় দেখাতে থাকলে ওই হোম গার্ডকে আটকে করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা বাসিন্দারা।