নলহাটি ২: চেন্নাই থেকে মৃত পরিযায়ী শ্রমিক বাশির শেখের মৃত দেহ ফিরলো গ্রামে , শেষ দেখা দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ
বিকেল চারটে নাগাদ নলহাটি দুই নম্বর ব্লকের মৃত পরিযায়ী শ্রমিক বাশির শেখের দেহ ফিরলো নগরা গ্রামের বাড়িতে। গত ৯ অক্টোবর আনুমানিক বিকেল চারটে নাগাদ তামিলনাড়ু চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে সেখানে পড়ে গিয়ে এসে মারা যায়। সেখানে ময়নাতদন্তের পর মৃত দেহ আনা হয় তার বাড়ির উদ্দেশ্যে। মৃত দেহ গ্রামে ফিরতেই পরিবারে ও গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শেষ দেখা দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয়-স্বজনরা।