কুমারগ্রাম: খোয়ারডাঙায় ব্লক স্তরের আদিবাসী পরম্পরাগত নাচ, গান ও বাদ্যযন্ত্র বাদনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত
শুক্রবার খোয়ারডাঙায় ব্লক স্তরের আদিবাসী পরম্পরাগত নাচ, গান ও বাদ্যযন্ত্র বাদনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত হল। পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে এবং খোয়ারডাঙা ল্যাম্পস লিমিটেডের ব্যবস্থাপনায় ওই অনুষ্ঠান করা হয়েছে। কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকার আদিবাসী শিল্পীরা ওই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আদিবাসী পরম্পরাগত নাচ, গান ও বাদ্যযন্ত্র বাদন - এই তিনটি বিভাগের সফল প্রতিযোগিরা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন