বড়ঞা: বুথ থেকে ভোট! সংগঠনের মেরুদণ্ড মজবুত করতে বড়ঞায় কংগ্রেসের প্রশিক্ষণ শিবির
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বুথ লেভেল এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ শিবির। সোমবার বড়ঞার এক বেসরকারি অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হয় এই কর্মসূচি। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক সহ দলের একাধিক নেতৃত্ব। সোমবার দুপুরে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ লেভেল এজেন্টদের কার্যকর ভূমিকা ও সংগঠনের শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।