কাঁকসা: কাঁকসার প্রাচীন কংকেশ্বরী দুর্গামন্দিরের পুজোর সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সদস্য,এক সদস্যের প্রয়ানে বাতিল সমস্ত অনুষ্ঠান
৯৬ বছরে পদার্পন করলো কাঁকসার রথ তলার কংকেশ্বরী দুর্গামন্দিরের পুজো। পঞ্চমীর দিন রাত সাড়ে ৮টা নাগাদ ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য তথা পুজো কমিটির সভাপতি দেবদাস বক্সী। পুজো কমিটির সদস্য রতন সূত্রধর জানিয়েছে, কাঁকসার আদি পুজো এটি। কংকেস্বর রাজার আমলে শিব মন্দির দুর্গা মন্দির সহ কালি মন্দির নির্মাণ হয়েছিল। সেই নাম থেকেই কাঁকসার নামকরণ। পুরোনো রীতি মেনে এই পুজো হয়। পুজোয় আধুনিকত্ব বলে কিছু নেই। অন্যান্য বছর নানান অনুষ্ঠানের আয়োজন করা