হলদিবাড়ি: বাল্য বিবাহ প্রতিরোধে জেলা পুলিশের নির্দেশে কুচলিবাড়ি থানার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা শিবির
বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় পদক্ষেপ নিল কোচবিহার জেলা পুলিশ। জেলা পুলিশের নির্দেশে কুচলিবাড়ি থানার উদ্যোগে থানা এলাকার ধাপড়া বাজার সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মাইকযোগে বাল্যবিবাহের কুফল ও আইনি দিক তুলে ধরে প্রচার চালানো হয়। পাশাপাশি একটি সচেতনতা মিছিলও অনুষ্ঠিত হয়। মিছিলে কুচলিবাড়ি থানার পুলিশ কর্মীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এলাকার সাধারণ পথচলতি মানুষ।