কেতুগ্রাম ২: কেতুগ্রামের মাসুন্ডি গ্রামে গহনার দোকানে চুরির ঘটনায় ধৃত-৩, উদ্ধার করা হয়েছে ২৩ ভরি রূপোর গহনা সহ নগদ ৫৭০০টাকা
কেতুগ্রামের মাসুন্ডি গ্রামে একটি গহনার দোকানে চুরির ঘটনায় তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার করা হয় ২৩ ভরি রূপোর গহনা সহ নগদ ৫,৭০০ টাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানের জানালা ভেঙে প্রায় ৪৫ ভরি রূপোর গহনা এবং নগদ প্রায় ১৬,০০০ হাজার টাকা চুরি যায়। আর এই দুঃসাহসিক চুরির ঘটনাটি বুধবার সকালে স্থানীয়দের নজরে আসে। তারপর ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাজুর গ্রাম থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।