বালুরঘাট: নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে বালুরঘাট হিলি মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ বিজেপির
নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু৷ তিনি রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহত হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতারা। শংকর ঘোষও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে বালুরঘাট হিলি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি৷ পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হন দলীয় নেতৃত্বরা।