হবিবপুর: ৪২ ফুট কালীমূর্তি, বুলবুলচন্ডীতে পুজো প্রস্তুতি তুঙ্গে
হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজারে কালীপুজোর মূল আকর্ষণ বিশালাকায় দেবীমূর্তি। চিরাচরিত ঐতিহ্য বজায় রেখে এবছরও গড়া হচ্ছে ৪২ ফুটের প্রতিমা। প্রতিমা নির্মাণ করছেন মালদার মৃৎশিল্পী ভেলুচরণ পাল, সহায়তায় রয়েছেন ভাইপো অমিত পাল ও অন্যান্য শিল্পীরা।এই প্রতিমা তৈরিতে লাগছে ৩ কাহন খড়, ৫০ কেজি সুতলি, ৫০ কেজি পেরেক ও ১৫০টি বাঁশ। ১৯৪৯ সালে শুরু হওয়া এই সার্বজনীন পুজো আজও উত্তরবঙ্গের মানুষের আকর্ষণের কেন্দ্র