মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: বৌমাকে মারধর ও ঘরবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের উপর!
শুক্রবার দুপুরে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের প্রসাদপুর অঞ্চলের চন্দ্রহাট গ্রামে। স্থানীয় সূত্রের খবর, বছর সাতেক আগে চন্দ্রহাটের সরিউল শেখের সঙ্গে বিয়ে হয় পাহাড়পুরের হাসিনা বিবির, তাদের একটা সন্তানও আছে। তার সত্ত্বেও সরিউল শেখ দ্বিতীয় বিয়ে করে। এবং এই নিয়ে থানা পুলিশ ও হয়। পরবর্তীতে গ্রাম্য সালিশি সভায় প্রথম স্ত্রী হাসিনা বিবি ও তার সন্তানকে সরিউল শেখের বাড়িতেই থাকার নির্দেশ দেয়। সেই মোতাবেক হাসিনা বিবি সেই বাড়িতেই থাকতেন হঠাৎ শ