পাণ্ডবেশ্বর: ২৫ হাজার ছট ব্রতীর হাতে পাণ্ডবেশ্বরে ছট সামগ্রী তুলে দিলেন বিধায়ক তথা জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী
২৫ হাজার ছট ব্রতীর হাতে পাণ্ডবেশ্বরে বিকেল চারটের সময়ছট সামগ্রী তুলে দিলেন বিধায়ক তথা জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার একদিকে রয়েছে কয়লা খনি অন্যদিকে শিল্প কলকারখানা । সেই কারণে রানীগঞ্জ আসানসোল অঞ্চল যেমন কয়লা খনি হিসেবে পরিচিত ঠিক তেমনি দুর্গাপুর শিল্পশহর হিসাবে খ্যাত । শিল্প আর কয়লা খনিতে স্থানীয়দের পাশাপাশি কাজ করেন ভিন রাজ্যের ভিন্ন ভাষাভাষীর মানুষজনও ।